ক) পানি সরবরাহ ও স্যানিটেশন খাতে বাংলাদেশ সরকার কর্তৃকনির্ধারিত অধীদপ্তরীয় সেবাসমুহঃ | |
|
|
১ | ঢাকা, চট্রগ্রাম, নারায়নগঞ্জ ও খুলনা শহর ব্যতীত সমগ্রদেশেরপল্লী ও শহরাঞ্চলে ( সিটি কর্পোরেপশন, পৌরসভা, উপ-জেলা সদর এবং গ্রোথসেন্টার) নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন (পয়ঃ নিষ্কাশন, নর্দমা ও কঠিনবর্জ্জ্য আবর্জনা নিষ্কাশন) ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়নেLead Agency হিসেবে দায়িত্ব পালন। |
|
|
২ | বাংলাদেশের পল্লী এলাকায় ইউনিয়ন পরিষদের সহায়তায় ও পৌর এলাকায়পৌরসভার সহিত নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রম গ্রহন ওবাস্তবায়ন। এছাড়া পৌর এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার অবকাঠামোনির্মাণ ও কারিগরী সহায়তা প্রদান। তাছাড়া পানি সরবরাহ ও স্যানিটেশনব্যবস্থার পরিচালনা ও রক্ষনাবেক্ষণে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকারপ্রতিষ্ঠান (ইউনিয়ন পরিষদ, পৌর সভা ও সিটি কর্পোরেশন) সমুহকে কারিগরীসহায়তা প্রদান। |
|
|
৩ | মানব সম্পদ উন্নয়নের কার্যক্রম গ্রহনের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষজনবল গড়ে তোলা। |
|
|
৪ | সমগ্রদেশের খাবার পানির গুনগতমান পরীক্ষা, পরিবীক্ষন ওপর্যবেক্ষন। |
|
|
৫ | ভূ-গর্ভস্থ ও ভূ-পৃষ্ঠস্থ নিরাপদ পানির উৎস অনুসন্ধান। |
|
|
৬ | নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবহার ওএনভায়রনমেন্টাল স্যানিটেশন সংক্রান্ত স্বাস্থ্যবিধি পালন সম্পর্কে জনগনকেউদ্বুদ্ধকরণ। |
|
|
৭ | আর্সেনিক সংক্রান্ত ও অন্যান্য সমস্যা সংকুল এলাকায় (লবনাক্ত, পাথুরে পাহাড়ি ইত্যাদি) নতুন লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নিরাপদপানি সরবরাহের ব্যবস্থা গ্রহন। |
|
|
৮ | পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নেস্বল্প ব্যয়ে লাগসই প্রযুক্তি অনুসন্ধান, গবেষনা ও উন্নয়ন। |
|
|
৯ | আপদকালীন (বন্যা, সাইক্লোন ইত্যাদি) সময়ে জরুরী ভিত্তিতে পানিসরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা করা। |
|
|
১০ | তথ্য কেন্দ্র স্থাপনের মাধ্যমে পানি সরবরাহ ও স্যানিটেশনসেক্টরের তথ্য ব্যবস্থাপনা সমৃদ্ধি ও আধুনিকিকরন। |
|
|
১১ | স্থানীয় সরকার, বেসরকারী উদ্যোক্ত, বেসরকারী সংস্থা এবং সিবিওসমুহকে পানি সররবাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে কারিগরী পরামর্শ, তথ্যসরবরাহ ও প্রশিক্ষন প্রদান। |
|
|
১২ | নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয প্রতিরোধ মুলককার্যক্রম গ্রহন। এজন্য পর্যায়ক্রমে দেশের সকল পানি সরবরাহ ব্যবস্থায়ওয়াটার সেফটি প্লান (WSP) বাস্তবায়ন। |
১৩ | রাঙ্গামাটি শহরে পাইপ লাইন এর মাধমে পানি সরবরাহ করা হয় |
খ) সেবা গ্রহণকারীঃ- | |
|
|
সেবা গ্রহনকারীঃ- ঢাকা চট্রগ্রাম এবং খুলনা ওয়াসার কর্তৃত্বাধীনএলাকা ব্যতিরেকে দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত সকল শ্রেনীর জনগন, পরামর্শক প্রতিষ্ঠান, ঠিকাদারী প্রতিষ্ঠান, বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা |
সেবা গ্রহনকারীরপ্রাপ্য সেবাসমুহঃ-
১। প্রধান কার্যালয়ঃ-
ক্রমিক নং | সেবার বিবরণ | সাড়া প্রদানের সময়সীমা |
ক. | সমগ্র দেশের অথবা এলাকা ভিত্তিক পানি সরবরাহ ও স্যানিটেশন বিষয়কতথ্য সরবরাহের অনুরোধ। | ৩ কর্মদিবসের মধ্যে |
খ. | বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত প্রশিক্ষনে প্রশিক্ষক প্রদান | ৭ কর্মদিবসের মধ্যে |
গ. | বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা ক্ষেত্রে বহিঃশিক্ষকহিসেবে অধিদপ্তরীয় কর্মকর্তা মনোনয়নের অনুরোধ। | ১৪ কর্মদিবসের মধ্যে |
ঘ. | বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যয়ে পানি সরবরাহ ও স্যানিটেশন স্থাপনাস্থাপনের অনুরোধ (Deposit Work). | ১৪ কর্মদিবসের মধ্যে |
ঙ. | অধিদপ্তরীয় কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ। | ৭ কর্মদিবসের মধ্যে |
১। | উপর্যুক্ত সময়সীমার মধ্যে কোন বিষয় নিষ্পত্তি করা সম্ভব না হলে, তা ঐ সময় সীমার মধ্যে আবেদনকারীকে কি কারনেও আর কতদিন সময় লাগবে তা জানাতেহবে। |
|
|
২। | আবেদনকারী উর্পযুক্ত কর্তৃপক্ষের পরিবর্তে অন্যত্র আবেদন করলেতার আবেদন উপযুক্ত সময়ের মধ্যে যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট পাঠিয়েআবেদনকারীকে জানাতে হবে। |
|
|
৩। | তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা অনুসরন করতে হবে। |
২।প্রকল্প পরিচালকের কার্যালয়ঃ-
ক্রঃ নং | সেবার বিবরণ | সাড়া প্রদানের সময়সীমা |
ক. | প্রকল্প ভিত্তিক তথ্য সরবরাহের অনুরোধ। | ৩ কর্মদিবসের মধ্যে |
খ. | দরপত্র সংশ্লিষ্ট তথ্য | ২ কর্মদিবসের মধ্যে |
গ. | দরপত্র সংশ্লিষ্ট অভিযোগ | ২ কর্মদিবসের মধ্যে |
ঘ. | প্রকল্প কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ | ৭ কর্মদিবসের মধ্যে |
ঙ. | প্রকল্প সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কোন পরামর্শকপ্রতিষ্ঠান/ঠিকাদারী প্রতিষ্ঠান/বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থারকার্যসংক্রান্ত অভিযোগ/ প্রশ্ন | ৭ কর্মদিবসের মধ্যে |
চ | প্রকল্প এলাকা ভিত্তিক পানি সররবাহ ও স্যানিটেশন বিষয়ক তথ্যসরবরাহের অনুরোধ | ৩ কর্মদিবসের মধ্যে |
ছ | চুক্তিবদ্ধ ঠিকাদারী প্রতিষ্ঠান/পরামর্শক সংস্থা/বেসরকারীস্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের সাথে বিরোধনিষ্পত্তির আবেদন। | ১৫ কর্মদিবসের মধ্যে |
জ | গ্রামীন পানি সরবরাহ এবং স্যানিটেশন প্রকল্প সমুহের জেলাওয়ারীভৌত ও আর্থিক বরাদ্দ ওয়েব সাইটে প্রকাশ। | প্রতি বৎসর আগষ্ট মাসের মধ্যে |
ঝ | শহর/পৌর পানি সরবরাহ এবং স্যানিটেশন প্রকল্প সমুহেরশহর/পৌরসভাওয়ারী ভৌত ও আর্থিক বরাদ্দ ওয়েব সাইটে প্রকাশ। | প্রতি বৎসর আগষ্ট মাসের মধ্যে |
ঞ | গ্রামীন পানি সরবরাহ এবং স্যানিটেশন প্রকল্প সমুহের জেলাওয়ারীবিগত অর্থ বৎসরে মুল ও সংশোধিত ভৌত ও আর্থিক বরাদ্দের অনুকুলে অগ্রগতিপ্রতিবেদন ওয়েব সাইটে প্রকাশ। | প্রতি বৎসর আগষ্ট মাসের মধ্যে |
ট | শহর/পৌর পানি সরবরাহ এবং স্যানিটেশন প্রকল্প সমুহেরশহর/পৌরসভাওয়ারী বিগত অর্থ বৎসরে মুল ও সংশোধিত ভৌত ও আর্থিক বরাদ্দেরঅনুকুলে অগ্রগতি প্রতিবেদন ওয়েব সাইটে প্রকাশ। | প্রতি বৎসর আগষ্ট মাসের মধ্যে |
১। | উপর্যুক্ত সময়সীমার মধ্যে কোন বিষয় নিষ্পত্তি করা সম্ভব না হলে, তা ঐ সময় সীমার মধ্যে আবেদনকারীকে কি কারনেও আর কতদিন সময় লাগবে তা জানাতেহবে। |
|
|
২। | আবেদনকারী উর্পযুক্ত কর্তৃপক্ষের পরিবর্তে অন্যত্র আবেদন করলেতার আবেদন উপযুক্ত সময়ের মধ্যে যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট পাঠিয়েআবেদনকারীকে জানাতে হবে। |
৩। | তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা অনুসরন করতে হবে। |
|
|
৪। | সংশ্লিষ্ট কার্যালয়ের এখতিয়ার বর্হিভূত এলাকা বিষয় সম্পর্কীয়তথ্য প্রাপ্তির আবেদন/অভিযোগ ইত্যাদি ব্যাপারে সংশ্লিষ্টব্যাক্তি/ব্যাক্তিবর্গকে তাদের করনীয় সম্পর্কে জানিয়ে দিতে হবে। |
৩)পানি পরীক্ষাগার (কেন্দ্রীয় এবং আঞ্চলিক)।
ক) | তত্ত্বাবধায়ক প্রকৌশলী পানি পরীক্ষা পরিবীক্ষন ও পর্যবেক্ষনসার্কেল বিভিন্ন প্রকল্পের বার্ষিক ভৌত বরাদ্দ প্রাপ্তির পরে অক্টোবর মাসেরমধ্যেই পানি পরীক্ষার শিডিউল তৈরী করে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দিবেন এবংওয়েবসাইটে প্রকাশ করবেন। |
|
|
খ) | কোন প্রতিষ্ঠান কর্তৃক অত্র অধিদপ্তরে সংশ্লিষ্ট পানি পরীক্ষারআবেদন পাওয়া গেলে সর্বোচ্চ ১০ কর্ম দিবসের মধ্যে পানি পরীক্ষা বাবদপ্রয়োজনীয ফী প্রদান সাপেক্ষে পানি পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে হবে। তরেসংশ্লিষ্ট প্রকল্প পরিচালক যদি পানি পরীক্ষার ব্যয় বাবদ চার্জপ্রদানেরলিখিত নিশ্চয়তা প্রদান করে তরে ফী প্রদান না করা হলেও সর্বোচ্চ ১০ কর্মদিবসের মধ্যে পানি পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে হবে। যদি কোন যুক্তিসংগতকারনে তা সম্ভব না হয় তবে আবেদন প্রাপ্তির ২ কর্মদিবসের মধ্যে কারণ বর্ণনাকরে আবেদনকাকরীকে জানিয়ে দিতে হবে। এর অনুলিপি অতিরিক্ত প্রধান প্রকৌশলী(পরিকল্পনা), সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পানিপরীক্ষা পরিবীক্ষন ও পর্যবেক্ষন সার্কেল-কে প্রদান করতে হবে। |
|
|
গ) | অধিদপ্তরীয় কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোন সরকারী/বেসরকারীপ্রতিষ্ঠান পানি পরীক্ষার আবেদন করলে ২ কর্মদিবসের মধে তাকে সেবা প্রদানসমভব হবে কিনা জানিয়ে দিতে হবে। যদি সম্ভব না হয় তবে কী কী কারনে সম্ভব নয়তা উল্লেখ করতে হবে।।অনুলিপি (খ) ক্রমিকের বর্ননা অনুযায়ী সংশ্লিস্ট সকলকেপ্রদান করতে হবে। |
|
|
ঘ) | সরকারী নলকুপের বা পানি উৎসের আওতায় পানি পরীক্ষার মাধ্যমেগ্রাহকের নিরাপদ পানি সরবরাহের নিশ্চিত করন। |
|
|
ঙ) | ঝুঁকিপুর্ণ এালকায় সরকারী নলকুপের ১-২% বছরওয়ারী পরিক্ষা করন। |
৪)সার্কেল/জেলা/উপজেলা কার্যালয়ঃ-
ক্রঃ নং | সেবার বিবরণ | সাড়া প্রদানের সময়সীমা |
ক. | প্রকল্প গ্রহনের আবেদন। | ১৫ কর্মদিবসের মধ্যে |
খ. | দরপত্র সংশ্লিষ্ট তথ্য | ২ কর্মদিবসের মধ্যে |
গ. | দরপত্র সংশ্লিষ্ট অভিযোগ | ২ কর্মদিবসের মধ্যে |
ঘ. | অধিদপ্তরীয় কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ | ৭ কর্মদিবসের মধ্যে |
ঙ. | অধিদপ্তরীয় কাজে নিয়োজিত কোন পরামর্শক প্রতিষ্ঠান/ঠিকাদারীপ্রতিষ্ঠান/বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার কার্যসংক্রান্ত অভিযোগ/ প্রশ্ন | ৭ কর্মদিবসের মধ্যে |
চ | পানি সররবাহ ও স্যানিটেশন বিষয়ক তথ্য সরবরাহের অনুরোধ | ৩ কর্মদিবসের মধ্যে |
ছ | বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত প্রশিক্ষনে প্রশিক্ষক প্রদান | ৭ কর্মদিবসের মধ্যে |
জ | বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যয়ে পানি সরবরাহ ও স্যানিটেশন স্থাপনাস্থাপনের অনুরোধ (Deposit Work). | ১৪ কর্মদিবসের মধ্যে |
ঝ | চুক্তিবদ্ধ ঠিকাদারী প্রতিষ্ঠান/পরামর্শক সংস্থা/বেসরকারীস্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের সাথে বিরোধনিষ্পত্তির আবেদন। | ১৫ কর্মদিবসের মধ্যে |
ঞ | অধিদপ্তরীয় পানি পরীক্ষাগারগুলোর সেবার মান সংক্রান্তঅভিযোগ/পরামর্শ। | ১৫ কর্মদিবসের মধ্যে |
১। | উপর্যুক্ত সময়সীমার মধ্যে কোন বিষয় নিষ্পত্তি করা সম্ভব না হলে, তা ঐ সময় সীমার মধ্যে আবেদনকারীকে কি কারনেও আর কতদিন সময় লাগবে তা জানাতেহবে। |
|
|
২। | আবেদনকারী উর্পযুক্ত কর্তৃপক্ষের পরিবর্তে অন্যত্র আবেদন করলেতার আবেদন উপযুক্ত সময়ের মধ্যে যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট পাঠিয়েআবেদনকারীকে জানাতে হবে। |
৩। | তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা অনুসরন করতে হবে। |
|
|
৪। | সংশ্লিষ্ট কার্যালয়ের এখতিয়ার বর্হিভূত এলাকা বিষয় সম্পর্কীয়তথ্য প্রাপ্তির আবেদন/অভিযোগ ইত্যাদি ব্যাপারে সংশ্লিষ্টব্যাক্তি/ব্যাক্তিবর্গকে তাদের করনীয় সম্পর্কে জানিয়ে দিতে হবে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস